আখাউড়ায় পরিত্যক্ত মর্টার শেল নিষ্ক্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে উদ্ধার হওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে কুমিল্লা সেনানিবাসের মেজর ফাহমিদা সিদ্দিকীর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট বোমা নিষ্ক্রিয়কারী দল।

উপজেলা সাতপাড়া হেলিপেড মাঠে বৃহস্পতিবার বিকালে শেলটি নিষ্ক্রিয় করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানান, গত ২২ মার্চ আখাউড়া আব্দুল্লাহপুরের মো. রিপন হোসেনের বাড়িতে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি ওজনের মর্টার শেলটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মর্টার শেলটি উদ্ধার করে কুমিল্লা সেনানিবাসে খবর দেয়া হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার নামে খ্যাত আখাউড়ায় মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর সাথে পাকিস্তানি সেনাদের সম্মুখযুদ্ধ হয়েছিল। মর্টার শেলটি যুদ্ধের সময় ওই এলাকায় ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।