ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দু্ই জন ।
নিহতের নাম আবদুর রহিম (৩০)। তিনি শ্রীমঙ্গল জেলার বাসিন্দা।
রোবববার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামের বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে বজ্রপাতে শ্রমিকের হতাহতের খবর পেয়ে জমির মালিক তাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়। তাকেসহ আহত দুই শ্রমিককে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, সকালে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হয়। এ সময় আবদুর রহিমসহ অন্য শ্রমিকরা আখাউড়া উপজেলার দরুইন গ্রামের বাগানবাড়ি এলাকায় জমির ধানকাটার কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে শ্রমিক আব্দুর রহিমসহ আরও দুজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুই শ্রমিক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় চেয়ারম্যান মো. মনির হোসেন নিশ্চিত করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত ওসি মোশারফ হোসেন তরফদার জানান, আবদুর রহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ/