আখাউড়া বন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিন্দু ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ১১ দিন বন্ধের কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার এ কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত তা চলবে।

এসময় স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন ব্যবসায়ীরা।

তবে বৈধ পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৭ অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলেও জানান তিনি।

আজকের বাজার : এলকে/এলকে ২৬ সেপ্টেম্বর ২০১৭