জেলায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে তিনদিনের জেলা ইজতেমা।
আজ শনিবার বেলা ১১টার দিকে শুরু হওয়া আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকাস্থ কাকরাইল জামে মসজিদের মুরুব্বী সাইফুল্লাহ বিন নূরী। ১৫মিনিটের মোনাজাতে দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতি কামনা ছাড়াও ফিলিস্তিনকে রক্ষায় মহান সৃষ্টিকর্তার রহমত চাওয়া হয়।
জেলা তাবলিগ জামাতের উদ্যোগে সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মাঠে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মধ্যদিয়ে শুরু হয় সপ্তম বারের এই জেলা ইজতেমা। এতে কয়েকটি দেশের আলেম ছাড়াও ঢাকাস্থ কাকরাইলের পাঁচজন মুরব্বী বয়ান করেন।
জেলা তাবলীগ জামাতের আমীর ও নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলাম জানান, আখেরি মোনাজাতে নীলফামারী ছাড়াও পাশর্^বর্তী জেলার হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। (বাসস)