আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে হযরত শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরস শেষ হয়েছে।
আজ বুধবার ফজরের নামাজের আগে এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। সকালে ওরসে অংশগ্রহণকারী ভক্ত-অনুরাগীদের মাঝে শিরনি বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে মাজারে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে ওরস শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুই দফায় গিলাফ ছড়ানো হয়। এছাড়াও দিনভর বিভিন্ন পর্যায়ের মানুষ গিলাফ ছড়ান। ওরসের অন্য কর্মসূচির মধ্যে ছিল পশু জবাই, মিলাদ মাহফিল, জিকির এবং ভক্তিমূলক গজল পরিবেশন। ওরসকে কেন্দ্র করে দেশ-বিদেশের ভক্তদের ঢল নামে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, শান্তিপূর্ণভাবে শাহজালালের ৭০০তম ওরস উদযাপন হয়েছে। ওরসে আগত ভক্ত-আশেকানদের নিরাপত্তায় মহানগর পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।