সবকিছু ঠিক থাকলে আগামী মাসে তথা নভেম্বরে জন্ম হওয়ার কথা রোনালদোর চতুর্থ সন্তানের। তবে জন্মের আগেই কন্যার নাম ঠিক করে ফেললেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা। ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টের মাধ্যমে সারা দুনিয়াকে জানিয়ে আগত মেয়ের নাম রাখেন আলানা মার্টিনা।
৩২ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো জানান, ‘আমি প্রথম নামটি পছন্দ করেছি। দ্বিতীয় নামটি জিও (জর্জিনা রদ্রিগুয়েজ) পছন্দ করেছে’।
পর্তুগীজ ও রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে তিন সন্তানের বাবা। গত জুনে জমজ সন্তানের বাবা হন রোনালদো। জমজ সন্তানের মধ্যে একটি মেয়ে ও একটি ছেলে। যাদের নাম রাখা হয় ইভা মারিয়া ও মাতেও।
এর আগে ২০১০ সালে রোনালদোর প্রথম সন্তানের জন্ম হয়। তার নাম ক্রিশ্চিয়ানো জুনিয়র। এই তিন সন্তানই রিয়াল তারকা পেয়েছেন সাগোরেট মায়ের গর্ভভাড়া করে। বান্ধবী রদ্রিগেজের গর্ভে আলানা মার্টিনাই হবে তাদের প্রথম সন্তান।
আজকের বাজার : সালি / ৩০ অক্টোবর ২০১৭