চলতি ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ১৪১ কোটি ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। জুলাইয়ের তুলনায় যা ৭.২২ শতাংশ বেশি।তবে আগের বছরের আগস্টেও একই পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছিল।
গত জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৩১ কোটি ৬৯ লাখ ডলার। আর গত বছরের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৪১ কোটি ৮৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্ট সময়ে ২৭২ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
জানা যায়, আগস্ট মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংগুলোর মাধ্যমে। বেসরকারি এসব ব্যাংগুলোর মাধ্যমে ১০২ কোটি ৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ডলার।
টানা দুই অর্থবছর কমার পর বিদায়ী ২০১৭-১৮ অর্থবছর রেমিট্যান্সে ১৭.৩২ শতাংশ প্রবৃদ্ধি হয়। এর আগে ২০১৫-১৬ ও ১৬-১৭ অর্থবছরে রেমিট্যান্স কমার পাশাপাশি আমদানি ব্যাপক বাড়ার ফলে চাপে পড়ে বৈদেশিক মুদ্রাবাজার।
গত অর্থবছর আমদানিতে ২৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়। অথচ রপ্তানি বেড়েছে মাত্র ৫.৮১ শতাংশ। ডলারের বাড়তি চাহিদা মেটাতে গত অর্থবছর বিভিন্ন ব্যাংকের কাছে ২৩১ কোটি ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। এর পরও আন্ত ব্যাংক মুদ্রাবাজারে ডলারের দর বেড়ে ৮০ টাকা থেকে বেড়ে ৮৩ টাকা ৭৫ পয়সা হয়।
বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ৯৭৮ কোটি ডলারের ঘাটতি নিয়ে ২০১৭-১৮ অর্থবছর শেষ করেছে বাংলাদেশ। আগের অর্থবছরের তুলনায় ঘাটতি বেড়েছে সাত গুণেরও বেশি।
আজকের বাজার/এমএইচ