আগামজাতের শিম উৎপাদন কম হওয়ায় চিন্তিত কৃষক

যশোরে বৈরি আবহাওয়ার কারণে এবার শিমের ফলন নিয়ে হতাশ কৃষক। বেশির ভাগ ক্ষেতেই ঝরে যাচ্ছে শিমের ফুল। কৃষি বিভাগ বলছে, এটা সাময়িক সমস্যা।

যশোরে প্রায় দু’ হাজার হেক্টর জমিতে আগামজাতের শিম চাষ হয়েছে। পুরো মাঠজুড়ে সবুজ আর বেগুনি রং এর বাহার। তবে এ বছর বৃষ্টি কম হওয়ায় এবং ভাদ্রের শেষ দিকে টানা খরা ও গরমে শিমক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। কোনো কোনো ক্ষেতে দেখা দিয়েছে ফুল পচা রোগ।

বৈরি আবহাওয়ায় শিম উৎপাদন কম হওয়ায় চিন্তিত চাষি। এই সংকট দ্রুত কাটিয়ে ওঠা যাবে, আশাবাদি কৃষি বিভাগ।

শিমক্ষেত রক্ষায় চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

আজকের বাজার/এএল