আগামি ১৮ এপ্রিল খুলছে সৌদির সিনেমা হল

আগামি ১৮ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি-আরবে রাষ্ট্রীয়ভাবে সিনেমা হল খুলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আগামি ২০২৩ সালের মধ্যে দেশটিতে সরকারিভাবে আরো কয়েক ডজন হল খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল (পিআইএফ) এবং এমসি এন্টারটেইনমেন্টের মধ্যে ইতোমধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির আওতায় এমসি এন্টারটেইনমেন্ট দেশটিতে সিনেমা কার্যক্রম পরিচালনা করবে। ওই চুক্তির আওতায় আগামি ৫ বছরে দেশটিতে অন্তত ৪০টি থিয়েটার খুলে দেওয়া হবে।

এ ছাড়া ২০৩০ সালের মধ্যে সৌদি-আরবের ২৫টি শহরের মধ্যে ৫০ থেকে ১০০টি সিনেমা হলে প্রতিষ্ঠা করা হবে জানিয়েছেন পিআইএফের এক ঊর্ধতন কর্মকর্তা। এরই অংশ হিসেবে রিয়াদে আগামি ১৮ এপ্রিল যাত্রা করতে যাচ্ছে দেশটির প্রথম সিনেমা হলের।

উল্লেখ, গেল বছরের ডিসেম্বরে সৌদি প্রিন্স মুহাম্মদ সালমান ঘোষণা করেন, সৌদিতে সিনেমার উপর ৩৫ বছর ধরে চলা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এ বছরের শুরুতেই নতুন করে সিনেমা হলগুলো খুলে দেওয়া হবে।

এস/