বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল(মঙ্গলবার)ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ দিকে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে এ আর্ন্তজাতিক স্থলবন্দর দিয়ে গত শুক্রবার থেকে বাংলাদেশি যাত্রী যাতায়াত বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যবসায়ীরা এ বন্দর দিয়ে কোনো প্রকার মালামাল আমদানি রফতানি করবে না বলে সিদ্ধান্ত নেন। তাই মঙ্গলবার এ বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন বুধবার সকাল থেকে এ স্থল বন্দরের যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।
আজকের বাজার/শারমিন আক্তার