রাজধানী ঢাকার সাবেক মেয়র ও বিএনপির সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে দেশে পৌঁছাবে বলে মঙ্গলবার তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
১৯৭১ এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা দীর্ঘ রোগ ভোগের পর নিউ ইয়র্কের একটি হাসপাতালে সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপির তরফে জানানো হয়েছে তাঁর মরদেহ ঢাকা পৌঁছানোর পর প্রথমে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং এর পর দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে। সাদেক হোসেন খোকার শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তাঁর পিতা মাতার পাশে তাঁকে দাফন করার আগে ঢাকায় আরও তিনটি জানাজা অনুষ্ঠিত হবে বলে বিএনপি কার্যালয় থেকে জানানো হয় । তাঁর মৃত্যুতে আজ বুধবার সারাদেশে বিএনপি পক্ষ থেকে শোক দিবস পালন করারও ঘোষণা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তিনি ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
আজকের বাজার/লুৎফর রহমান