পুঁজিবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৩ নভেম্বর) বিএসইসির সহকারী পরিচালক মো: মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।
আর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন হবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত।