আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে করোনাভাইরাস মোকাবিলায় চীন থেকে পাঠানো করোনার চিকিৎসা সরঞ্জামবাহী বিশেষ ফ্লাইট। ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, কোভিড-১৯ বা করোনাভাইরাসের মোকাবিলায় স্বাধীনতা দিবসে চীন থেকে বিশেষ উপহার আসছে। এখানে রয়েছে ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং, এক হাজার ইনফারেট ফার্মোমিটার। এছাড়া চীন ১৫ হাজার সার্জিক্যাল রেস্পিরেটর এন-৯৫ মাস্ক উপহার দেবে বলেও জানান তিনি।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে দেশের মধ্যে প্রাণ গেছে পাঁচজনের।
আজকের বাজার / এ.এ