আগামীকাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি
কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে আগামীকাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে রাজশাহী আওয়ামীলীগ। উৎসবের আমেজ বয়ে যাচ্ছে নগর জুড়ে।

জানা গেছে, প্রধানমন্ত্রী আটটি নতুন থানাসহ ২০টি প্রকল্পের উদ্বোধন ও নয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আর আগামী সিটি নির্বাচনের আগেই ৭শ’ বর্গকিলোমিটার বাড়ছে নগর পুলিশের সীমানা।

প্রায় পাঁচলাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুত হচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও। জনসভার মাঠ প্রস্তুতির কাজও প্রায় শেষ।

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাইবেন। সিটি নির্বাচন নিয়েও দিবেন দিক-নির্দেশনা।

 জনসভা থেকে ২০টি প্রকল্পের উদ্বোধন ও ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। আর নেত্রীর কাছে রাজশাহীর উন্নয়নে আওয়ামীলীগও নিজেদের দাবির কথা জানাবে।

আরএম/