আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দীর্ঘ ১৪ বছর বিরতির পর বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। এ উপলক্ষে বর্ণাঢ্য একটি র্যালী আজ বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। বিকাল ৩ টায় এম এ আজিজ স্টেডিয়াম থেকে উক্ত র্যালী শুরু হয়ে স্টেডিয়ামের চারপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামে এসে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু), সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস এ্যাথলেটিকস কমিটির চেয়ারম্যান এবং প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান মোজাম্মেল হক, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফরিদ খান চৌধুরী, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও বিভিন্ন একাডেমির বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এবারের আসরে ৬৪টি জেলা, আটটি বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), পাটকল কর্পোরেশন, অধিভুক্ত সামরিক ও বেসামরিক বাহিনী ও বিভিন্ন ইনস্টিটিউটের আনুমানিক পাঁচ শতাধিক পুরুষ ও মহিলা অ্যাথলেট অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টের মধ্যে ২২টিতে পুরুষ ও ১৪টিতে মহিলা অ্যাথলেটরা প্রতিদ্বন্দ্বিতা করবে।
আজকের বাজার/লুৎফর রহমান