জেলায় ১০দিন ব্যাপী সুলতান মেলার সমাপনী আগামীকাল মঙ্গলবার।মেলার সমাপনী দিন বিকেলে সুলতান পদক ও এসএম সুলতান ফাউন্ডেশন পুরষ্কার প্রদান করা হবে।এবার সুলতান পদক পাচ্ছেন খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ।সম্মানীত অতিথি হিসেবে থাকবেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি আনজুমান আরা, পুলিশ সুপার মো: জসিম উদ্দিন পিপিএম, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস,সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র মো: জাহাঙ্গীর বিশ^াস। সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো: লোকমান হোসেন মিয়া। গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে শুরু হয় ১০ দিনব্যাপী সুলতান মেলা।বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
দশদিনব্যাপী মেলায় চিত্রপ্রদর্শনীসহ বিভিন্ন গ্রামীণ ক্রীড়া উৎসব- ষাঁড়ের লড়াই, হাডুডু,কুস্তি, দড়ি টানাটানি, ভলিবল খেলা, দড়ি টানাটানি, কাবাডি,শরীর গঠন প্রতিযোগিতা, লাঠিখেলা, চিত্রাংকন প্রতিযোগিতা, এসএম সুলতান ও বরেণ্য চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শনী, কলাগাছে ওঠা,বাঁশের লাঠির দৌড়,জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃতি, নাটক, জারিগান, গম্ভীরাগান,লালনগীতি,সুলতানের জীবন ও দর্শন নিয়ে আলোচনা দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করে।
মেলায় গ্রামীণ কুটির শিল্পসহ বিভিন্ন পণ্যের প্রায় ১০০টি ষ্টল বসেছে।