পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি আগামীকাল ৭ নভেম্বর বুধবার স্পট মার্কেট যাচ্ছে। এর মধ্যে ৪ কোম্পানির স্পট মার্কেটে ২ কার্যদিবস এবং ৪ কোম্পানির ৯ কার্যদিবস লেনদেন চলবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
২ কার্যদিবস লেনদেন চলা কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক অ্যাক্সেসরিজ, অ্যাডভেন্ট ফার্মা, সামিট পাওয়ার এবং প্যারামাউন্ট টেক্সটাইল। এই কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।
আর ৯ কার্যদিবস লেনদেন চলা কোম্পানিগুলো হচ্ছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, জিবিবি পাওয়ার, সোনারগাঁও টেক্সটাইল এবং গোল্ডেন সন। এই কোম্পানিগুলো জেড ক্যাটাগরিতে লেনদেন হওয়ায় স্পট মার্কেটে ৯ কার্যদিবস লেনদেন হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত থাকবে।
জাকির/আজকের বাজার