‘আগামীতে পুঁজিবাজারই হবে বিনিয়োগের অন্যতম জায়গা’

ফাইল ছবি

আগামীতে ব্যাংক নয়, পুঁজিবাজারই হবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জায়গা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

দেশের পুঁজিবাজার চাঙ্গা করতে সরকার শিগগিরই ব্যবস্থা নিতে যাচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ মে) রাজধানীর একটি হোটেলে দীর্ঘমেয়াদি অর্থায়নবিষয়ক এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাজেট ঘোষণার পরপরই পুঁজিবাজার চাঙ্গা করতে এ খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে।

সেমিনারে পুঁজিবাজারের সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে দেশের বন্ড মার্কেটের সম্ভাবনার কথাও তুলে ধরেন বিশেষজ্ঞরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর মো. ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান বাংলাদেশ, নেপাল ও ভুটানের ওয়ার্ল্ড ব্যাংক কান্ট্রি ডিরেক্টর চুমিও ফাং সহ আরও অনেকে।

আরজেড/