শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিওভুক্তির বিষয়ে আবেদন যাচাই বাছাই প্রায় শেষ পর্যায়ে উল্লেখ করে বলেছেন, আশা করছি আগামী এক মাসের মধ্যে আমরা চূড়ান্ত ঘোষণা দিতে পারবো।
আজ বিকালে জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘আনোদালনরত শিক্ষকরা নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন। সেই বিবেচনায় আমরা চেষ্টা করছি যত দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তি করা যায়। আশা করছি আগামী এক মাসের মধ্যে আমরা চূড়ান্ত ঘোষণা দিতে পারব।’
মন্ত্রী আরো বলেন, আগামী বাজেটে এই ঘোষণা বাস্তবায়নে অর্থ বরাদ্দ রাখা হবে।