ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিয়েভ সফর করবেন। এলিসি প্রাসাদের বরাত দিয়ে এএফপি পরিবেশিত খবরে এ কথা বলা হয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, রোববার ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সাথে মাখোঁর ফোনালাপের পর এ ঘোষণা দেয়া হলো।
এএফপি জানায়, এ সময় দুই নেতা সাইবার নিরাপত্তা, অস্ত্র উৎপাদন এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
গত ১৬ ফেব্রুয়ারি ইউমেক্রনের প্রেসিডেন্টের প্যারিস সফরকালে ম্যাখোঁ এবং জেলেনস্কি একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেন।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিয়েভ সফর করবেন মাখোঁ
![](https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2024/03/image-129976-1710142349.jpg)