পবিত্র ঈদ-উল-আজহার পর আগামীকাল রোববার থেকে পুঁজিবাজার চলবে। ঈদ উপলক্ষ্যে গত ২১ আগস্ট মঙ্গলবার থেকে ২৩ আগস্ট, বৃহস্পতিবার পর্যন্ত পুঁজিবাজার বন্ধ ছিল।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামীকাল থেকে স্টক এক্সচেঞ্জের লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম চলবে।
গত শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় টানা পাঁচ দিন ছুটির কবলে পড়ে পুঁজিবাজার। এ সময়ে সরকারি-বেসরকারি ব্যাংক ও অফিস-আদালতও বন্ধ থাকে।