সকল অপশক্তি ও অশুভ চেতনাকে পরাজিত করে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নববর্ষে সাম্প্রদায়িক শক্তি ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করতে হবে বলেও জানান তিনি। সংক্ষিপ্ত সমাবেশে তিনি আরো বলেন, যাবতীয় অশুভ শক্তিকে দূর করতে বাঙালি জাতিকে প্রেরণা দিয়ে যাচ্ছে পহেলা বৈশাখ।
পরে বর্ণাঢ্য র্যালির উদ্ধোধন করেন তিনি। র্যালিতে রঙ-বেরঙের ব্যানার, বাদ্যযন্ত্র নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি বাহাদুর শাহ পার্ক থেকে শুরু করে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসে শেষ হয়।
এস/