‘জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন থাকবে’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বুধবার (৬ জুন) সকালে বরিশালে ইভিএমের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন সুন্দর করতে হলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। অন্যথায় ভালো নির্বাচন হবে না।

তিনি আরও বলেন, ইভিএমের ব্যবহার বাড়ানো গেলে ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো সব অনিয়ম বন্ধ করা সম্ভব হবে।

নির্বাচন কমিশনের প্রধান এ কর্তাব্যাক্তি আরও বলেন, কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোতে নির্বাচন কমিশনের কিছু করার নেই। যেমন, নির্বাচনকালীন সময়ে সরকারের কাঠামো কেমন হবে, সরকার কী নিরেপক্ষ থাকবে? এই বিষয়গুলো নির্বাচন কমিশনের বিষয় নয়।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রি. জে. মোহাম্মদ সাইদুল ইসলাম ও অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানসহ প্রমুখ।

রাসেল/