আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে কি হবে কেউ জানে না। বিএনপি আসলে নির্বাচন একরকম হবে। না আসলে অন্যরকম হবে। তবে, আমরা সব সময়েই ৩০০ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছি।
বুধবার (৪ জুলাই) বানানীর দলীয় কার্যালয়ে দলে নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, ‘দেশের মানুষ এখন রাজনীতিকে ঘৃণা করে। তার দলই পারে দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে।’
তিনি বলেন, যে সংসদে ইয়াবার সম্রাট, চোরাকারবারি থাকে। সেই সংসদের কি-মান থাকে? বাংলাদেশের মানুষ আজ রাজনীতিকে ঘৃণা করে। সৎ, দক্ষ ও দুর্নীতি বিরোধী-লোকজন রাজনীতিকে ঘৃণা করে। মাদকের ছোবলে ও চোরাকারবারিদের কষাঘাতে সমাজ ব্যবস্থা এখন ধ্বংসের মুখে। আমরা এখন বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারি না। সমাজ ব্যবস্থা ও সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে।
কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্ররা আন্দোলন করছে, তাদের সঙ্গে তাদের পিতারাও আন্দোলন করছেন। সরকার সকলের ওপর নির্যাতন চালাচ্ছে।’
আরজেড/