খুলনা সিটি করপোরেশনের ফল প্রত্যাখ্যান করার প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, যারা খুলনা সিটি করপোরেশনের ফল প্রত্যাখ্যান করেছে, আগামী জাতীয় নির্বাচনে জনগণও তাদের প্রত্যাখ্যান করবে।
বুধবার (১৬ মে) দুপুরে রাজধানীর মিরপুরের মনিপুর হাই স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
মঙ্গলবার (১৫ মে) অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক।নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও নির্বাচন কমিশন দাবি করলেও ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি।এর প্রেক্ষিতেই এ কথা বলেন কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) প্রেস ব্রিফিং করে প্রত্যাখ্যান করেছে। প্রেস ব্রিফিং করে মিথ্যাচার, ভাঙা রেকর্ড আর বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া এই দলের আর এখন কোনো পুঁজি নেই।’
আরজেড/