সৌদি রাজপরিবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ৩৫ বছর পর দেশটিতে চালু হয়েছে সিনেমা হল। গত ১৮ এপ্রিল থেকে রাজধানী রিয়াদে চালু হয় সৌদি আরবের প্রথম সিনেমা ঘরটি। নতুন খবর হচ্ছে আগামী পাঁচ বছরে দেশটিতে তৈরি হতে যাচ্ছে আরও ৬শ টি সিনেমা বিনোদন কেন্দ্র।
সৌদির স্থানীয় একটি পত্রিকার বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, দুবাইভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ‘ভক্স সিনেমা’ সৌদিতে আরও ৬শ টি সিনেমা হল তৈরির কাজ হাতে নিয়েছে। এ কার্যক্রমে কাজ করার সুযোগ পাবে ১ লাখ ১৭ হাজার শ্রমিক। প্রত্যেকেই প্রতক্ষ্য বা পরোক্ষভাবে সেখানে কাজ করতে পারবে।
গালফ প্রতিবেদনে বলা হয়েছে, শপিংমল, ফ্যাশন হাউজ, বিনোদন ও দোকানপাট সংবলিত এই প্রতিষ্ঠানগুলো তৈরি করতে খরচ হবে ১৬ বিলিয়ন সৌদি রিয়াল।
দেশটির বিজনেস সিটি রিয়াদে যে হলটি তৈরির কাজ চলছে তা আগামী বছর চালু করবে ভক্স সিনেমা। কিং খালেদ এয়ারপোর্ট রোডে চার লাখ বর্গমিটারের এ প্রকল্পটি হতে যাচ্ছে সৌদির প্রথম সবচেয়ে বড় আকারের প্রতিষ্ঠান।
আজকের বাজার/এমএইচ