জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা ও নির্মাণে বিরোধিতার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ আজ পরিচালিত হচ্ছে। যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। দেশ কারো দয়ার দান নয়, এ দেশ, রক্ত দিয়ে কেনা স্বাধীনতা। আগামী প্রজন্মও মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে এগিয়ে যাবে।
সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা খলিল বাহিনীর প্রধান খলিলুর রহমান খান, মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার প্রমুখ।