আগামী বছর আসছে সালমানের ‘কিক-২’

দেবী লাল সিং ওরফে ডেভিলকে মনে আছে? যে সবকিছুতে ‘কিক’ খুঁজে বেড়ায়? নতুন ‘কিক’-এর সন্ধানে এবার ‘কিক-২’ ফিরছেন দেবী লাল সিং চরিত্রে অভিনয় করা সালমান খান। কিন্তু কবে আসছেন তিনি? ভারতের বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ একটি টুইটের বরাত দিয়ে ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, এ জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে ২০১৯ সালের বড়দিন পর্যন্ত।

ভারতের বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ একটি টুইটে বলেন, ‘বিশেষ ঘোষণা। সাজিদ নাদিয়াদওয়ালার পরিচালনায় সালমান খানের অভিনয়ে আবারও ফিরছে কিক-২। যা নির্মিত হচ্ছে ২০১৯ সালের বড়দিনকে কেন্দ্র করে। ডেভিল ফিরে আসছে।’ অপর এক টুইটে তরুণ আদর্শ বলেন, “এটা এখন নিশ্চিত। ২০১৯ সালে সালমানের দুটি বড় ছবি মুক্তি পাচ্ছে। ২০১৯-এর ঈদে আসছে ‘ভারত’, পরিচালক আলি আব্বাস জাফর। বড়দিনে আসছে ‘কিক-২’, পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা।”

এ ছাড়া ডিএনএ ইন্ডিয়ার একটি সূত্র জানাচ্ছে, ‘কিক-২’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করতে পারেন সালমান। সূত্রটি জানায়, ‘দুটি উপায়ে সালমান দ্বৈত চরিত্রে অভিনয় করতে পারেন। হতে পারে ভালো সালমান বনাম খারাপ সালমানের লড়াই। অথবা তেলেগু কিক-২-এর হুবহু নকল হতে পারে বলিউডের কিক-২। তেলেগু কিক-২ ছবিতে ২০ বছর পরের ঘটনা দেখা যায়, যেখানে দেবী লাল সিংয়ের সন্তান তাঁর মতই দেখতে হয়।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ ছবিতে সালমান ছাড়াও অভিনয় করেছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ ও রণদীপ হুদা। এ ছাড়া নেতিবাচক চরিত্রে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘ভারত’ ও ‘কিক-২’ ছাড়াও ২০১৯ সালে মুক্তি পেতে পারে সালমান খান অভিনীত ‘দাবাং-৩’।

আজকের বাজার : আরএম/৭ ফেব্রুয়ারি ২০১৮