আগামী বছর ইজতেমা ১১ জানুয়ারি

আগামী বছর বিশ্ব ইজতেমা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ জানুয়ারি। গতকাল শুক্রবার রাতে কাকরাইল মসজিদে তাবলিগ মুরুব্বিদের এক পরামর্শ সভায় ওই তারিখ নির্ধারণ করা হয় বলে ইজতেমার মুরুব্বি মো.গিয়াস উদ্দিন জানান।

গিয়াস উদ্দিন বলেন, তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বিদের এক সভার সিদ্ধান্ত মতে আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১১, ১২ ও ১৩ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৮, ১৯ ও ২০জানুয়ারি।

চলতি বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ শনিবার বাদ ফজর মাওলানা মো. নূরের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে।

তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে আজ শনিবার সকালেও দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমা ময়দানে আসছেন। রোববার ১৪ জানুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব।

৪ দিন বিরতি দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা শুরু হবে ১৯ জানুয়ারি, যা ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

আজকের বাজার : এলকে/ ১৩ জানুয়ারি ২০১৮