অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেট হবে গতানুগতিক। সেখানে নতুন কোনো কর আরোপ করা হবে না। এছাড়া ২০১৮ সাল একটি স্বস্থির বছর হবে বলে মনে করেন তিনি।
রোববার ৩১ডিসেম্বর সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভা কক্ষে বিদায়ী বছর ২০১৭ এবং নতুন বছর ২০১৮ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা, জাতীয় নির্বাচন, ব্যাংকিং খাতের অস্থিরতা ইস্যুতে কথা বলেন মুহিত। এসময় অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী উপস্থিত ছিলেন।
নতুন বছরে ব্যাংকিং খাতে আস্থার সংকট হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকের খাতে কোনো ঝুঁকি নেই। ব্যাংক ফেল করার কোনো চান্স নেই। তাই আস্থার সংকট হবে না বলে জানান তিনি।
রোহিঙ্গা ইস্যুতে অর্থমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য একটি পরিকল্পনা করা হচ্ছে। সেখানে বিদেশি, সরকারি-বেসরকারিভাবে সাহায্য করা হচ্ছে। তাদের (রোহিঙ্গা) টাকা দিতে হবে। দাতাদের কাছে সাহায্য চাচ্ছি। দেখি কী আসে।
তিনি বলেন, মায়ানমার বলেছে-তারা কিছু লোক নেবে। নেওয়ার মধ্যে নানা কথা-বার্তা আছে, কিছু হিন্দু নেবে। এসময় রোহিঙ্গা ইস্যুর সমাধানে রাখাইনে স্বতন্ত্র রোহিঙ্গা জোন করা প্রয়োজন বলে জানান তিনি।
২০১৭ সালে কোনো সহিংস হরতাল হয়নি উল্লেখ করে মুহিত বলেন, মানুষের স্বস্থি অনেক উচ্চ মাত্রায় উঠে এসেছে। সোস্যাল সিকিউরিটি খুবই ভালো।
চালের দাম নিয়ে প্রশ্নের জবাবে মুহিত বলেন, এটা ব্যবসায়ীদের কারণে হয়েছে, এটা হওয়া উচিত না। আমরা চেয়েছিলাম চালের দাম একটু বাড়ুক। যেনো কৃষক দাম কিছুটা বেশি পায়। ৩৮ থেকে ৪০ টাকার মধ্যে থাকা উচিত ছিলো। ব্যবসায়ীরা সেটা ৬০ পর্যন্ত নিয়ে গেছে। তবে এক্ষেত্রে সরকারের কোনো গাফিলতি নেই বলে মনে করেন তিনি। দাম শিগগিরই নেমে আসবে বলে জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার সব সরকারই অংশগ্রহণমূলক সরকার। আগামীতেই হবে। আশা করি ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনে সবাই অংশ নেবে এবং উন্নয়নের সরকারের জন্য আওয়ামী লীগ জিতবে।
সরকারি কর্মচারীদের চাকরির বয়স ৬২ করার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অর্থমন্ত্রী। এ বিষয়ে জানতে চাইলে মুহিত বলেন, হ্যাঁ আমি চিঠি দিয়েছি। এখনো কোনো সিগন্যাল পাইনি। বর্তমানে মানুষের জীবনসীমা ৭১ বছর। ১৯৭২ সালের জীবনসীমা ছিল মাত্র ৪৮ বছর। তখন বঙ্গবন্ধু ৫৮ করেছিলেন।
আজকের বাজার : এসএস/ এসএস / ওএফ/ ৩১ ডিসেম্বর ২০১৭