ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সপ্তাহান্তে ইতালি এবং জার্মানি সফরের পর আগামী রোববার রাতে ফ্রান্স সফর করবেন বলে আশা করা হচ্ছে। কূটনৈতিক সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
গত বছর রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর এটি হবে কিয়েভের এ নেতার দ্বিতীয় ফ্রান্স সফর। জেলেনস্কি এর আগে ফেব্রুয়ারিতে প্যারিসে যাত্রা বিরতি করেছিলেন। সেখানে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে সাক্ষাত করেছিলেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট জেলেনস্কির এই সফরের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেননি।