আগামী সপ্তাহে কমতে পারে পেঁয়াজের দাম

আগামী সপ্তাহেই কমতে পারে পেঁয়াজের দাম। বাজারে ভারত থেকে নতুন পেঁয়াজ আসতে শুরু করায় এ পণ্যের দাম কমতে পারে বলে বলে মনে করছেন দেশের সর্ববৃহৎ পাইকারি বাজারচেট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। যদিও সেখানে গত সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রতি কেজিতে পাঁচ থেকে সাত টাকা।

চট্টগ্রামের খাতুনগঞ্জে, ভারত থেকে আসা পুরোনো ও নতুন দুই রকমের পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ কেজি প্রতি ৫২-৫৩ এবং পুরনো পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে গত সপ্তাহেও বিক্রি হয়েছিল ৪৫ টাকায়।

খুচরা বাজারেও পেঁয়াজের দাম বাড়তি। ২০ নভেম্বর সোমবার বাজারে ঘুরে দেখা যায়, কেজি প্রতি পেঁয়াজের দাম ৫৮ থেকে ৬০ টাকা। যেখানে গত সপ্তাহেও কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৫০-৫৫ টাকায়।

এর আগে, নভেম্বরের শুরুতে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ১০০ টাকায়। টানা বৃষ্টি ও আমদানির ঘাটতির কারণ দেখিয়ে পাইকারি-খুচরা দুই বাজারেই দাম বহুগুণ বেড়ে যায়।

পেঁয়াজের দর বাড়তি থাকার পেছনে বাজারে কোনো ধরনের মনিটরিং না থাকার অভিযোগ এনেছেন ক্রেতারা। আমদানিকারক ও বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছেন বলেও মনে করেন তারা।

ক্রেতাদের অভিযোগ, বাজারে সরকারের কোনো নজরদারী আছে বলে মনে হয় না। প্রচুর পেঁয়াজ থাকার পরও দোকানদাররা সংকটের কথা বলে দাম বাড়তি রাখছেন। তাছাড়া একেক বাজারে একেক রকম দাম। অনেক বাজারে পাশাপাশি দুই দোকানেই দামের বিস্তর ব্যবধান।

খুচরা ব্যবসায়ীরা জানান, সীমান্তে দাম কমলেও অনেক সময় পাইকারী ব্যবসায়ীরা দাম কমান না। আগের বাড়তি দামেই বিক্রি করেন। বাজার ঘুরলে দেখা যাবে, একই পণ্যের দাম খাতুনগঞ্জে এক রকম, চট্টগ্রামসহ দেশের অন্যান্যবাজারে ভিন্ন রকম দাম। খুচরা ব্যবসায়ীরা পাইকারি দামের চেয়ে ২-৩ টাকা বেশি দামে বিক্রি করে। একেক বাজারে একেক দামের প্রভাব খুচরা বাজারেও পড়ে।

খাতুনগঞ্জের পাইকারী ও আমদানীকারকরা বলছেন, পেঁয়াজের দামে ব্যবসায়ীদের কোনো হাত নেই। সীমান্তে দাম বেড়ে গেলে, সেই দামেই কিনে এনে বাজারে বিক্রি করতে হয়। তবে, বাজারে নতুন পেঁয়াজ আসা শুরু করায় কয়েক দিনের মধ্যেই দাম কমতে পারে বলে ধারনা তাদের। কয়েকদিনের মধ্যে যদি না কমেও, অন্তত বাড়ার সম্ভাবনা নেই।

তারা বলছেন, ভারতের বাজারে দাম বাড়লে সেটার প্রভাব এখানেও পড়ে। দেশি পেঁয়াজ তেমন আসে না। ভারতের পেঁয়াজই বিক্রি করতে হয়। তাই ভারতের বাজারে দাম বাড়লে আমাদেরকেও বাড়তি দামেই কিনতে হয়। আমরা চাইলেই দাম কমাতে বা বাড়াতে পারি না। তবে, বাজারে নতুন পেঁয়াজ আসছে। সেক্ষেত্রে পেঁয়াজের দাম কমতে পারে।

আজকের বাজার:এলকে/এলকে ২১ নভেম্বর ২০১৭