পুঁজিবাজারের তালিকাভুক্ত ৭ কোম্পানি তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করেছে। আগামী সপ্তাহে এসব কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
যেসব কোম্পানি পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে সেগুলো হচ্ছে- শনিবার ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং ইফাদ অটোসের সভা। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের বোর্ড সভা ৩০ সেপ্টেম্বর। একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বোর্ড সভা ২ অক্টোবর, বিডি ল্যাম্পস লিমিটেডের বোর্ড সভা ৩ অক্টোবর, ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এছাড়া নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের বিষয়ে পর্ষদ সভা ২ অক্টোবর।