আগামী ১৩ আগস্ট শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম

আগামী ১৩ আগষ্ট থেকে শুরু হচ্ছে ২০২১-২২ মৌসুমের নতুন লা লিগা মৌসুম, যা চলবে আগামী বছর ২২ মে পর্যন্ত। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) সোমবার নতুন মৌসুমের শুরুর তারিখ ঘোষনা করেছে।
এছাড়া স্প্যানিশ কাপ ফাইনাল আগামী বছরের ২৩ এপ্রিল ও সৌদি আরবে ১২-১৬ জানুয়ারি সুপার কাপ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের টুর্নামেন্টের ফর্মেট অনুযায়ী লিগ চ্যাম্পিয়ন এ্যাথলেটিকো মাদ্রিদ খেলবে কোপা ডেল রে’র রানার্স-আপ এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে , আর কাপ বিজয়ী বার্সেলোনা লড়বে লা লিগা রানার্স-আপ রিয়াল মাদ্রিদের বিপক্ষে। জেদ্দার কিং আব্দুল্লাহ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সুপার কাপের ফাইনাল।