আগামী ১ অক্টোবর অধিকাংশ দেশ সংলগ্ন সীমান্ত খুলে দেবে দ.আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বুধবার বলেছেন, আগামী মাসে অধিকাংশ দেশ সংলগ্ন সীমান্ত ফের খুলে দেয়া হবে। দেশটি করোনাভাইরাস মোকাবেলায় আরোপিত বিভিন্ন বিধিনিষেধ শিথিল করার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। খবর এএফপি’র।
জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে রামাফোসা বলেন, ‘ব্যবসা-বাণিজ্য, অবকাশযাপন এবং অন্যান্য ভ্রমণের জন্য দক্ষিণ আফ্রিকায় আসা-যাওয়ার সুযোগ দিতে আন্তর্জাতিক ভ্রমণের ওপর আরোপ করা বিভিন্ন বিধিনিষেধ আমরা পর্যায়ক্রমে এবং সাবধানতার সাথে শিথিল করবো। আগামী ১ অক্টোবর থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে।’
তিনি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্তের হার অনেক বেশি এমন নির্দিষ্ট কিছু দেশে আসা-যাওয়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হতে পারে।’