আগামী ২৪ অক্টোবর শনিবার এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগা এক বিবৃতিতে এই ঘোষনা দিয়েছে।
নিয়মানুযায়ী প্রতি মৌসুমে এল ক্লাসিকো সাধারণত লা লিগার মৌসুমের সপ্তম রাউন্ডের বেশীরভাগ ম্যাচ যেদিন শেষ হয় সেদিন অনুষ্ঠিত হয়ে থাকে। সেই অনুযায়ী পরের দিন ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল। ক্যাম্প ন্যুতে দর্শকশুন্য স্টেডিয়ামে এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে।
স্প্যানিশ দুই জায়ান্ট এর কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করতে যাচ্ছে। আগামী ২০ অক্টোবর হাঙ্গেরির ক্লাব ফেরেনভারোসকে প্রথম ম্যাচে আতিথ্য দিবে বার্সা। অন্যদিকে ইউক্রেনিয়ান জায়ান্ট শাখতার দোনেস্ককে ঘরের মাঠে খেলতে আমন্ত্রন জানাবে রিয়াল মাদ্রিদ।
পাঁচ ম্যাচ পর রিয়াল মাদ্রিদ পঞ্চম স্থানে থাকা বার্সেলেনার থেকে তিন পয়েন্ট এগিয়ে লা লিগা টেবিলের শীর্ষে অবস্থান করছে।
সর্বশেষ গত মৌসুমে বার্নাব্যুতে রিয়াল ২-০ গোলে বার্সেলোনাকে পরাজিত করেছিল।