অস্ট্রেলিয়ার আটটি উইকেট নিয়ে নিয়েছে বাংলাদেশ। শেষদিকে সাকিব-মিরাজদের ভোগাচ্ছেন অ্যাশটন আগার ও প্যাট কামিন্স। দুইজনে মিলে ইতোমধ্যে ৪৯ রানের পার্টনারশিপ গড়েছেন। এখন চা বিরতি চলছে। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত অজিদের সংগ্রহ আট উইকেট হারিয়ে ১৯৩ রান। বাংলাদেশের চেয়ে এখনও ৬৭ রান পিছিয়ে রয়েছে তারা। বাংলাদেশ দলে সাকিব-মিরাজ-তাইজুল ছাড়াও আরও একজন পরীক্ষিত স্পিনার আছেন তিনি হলেন নাসির হলেন। তবে নাসিরের হাতে এখনো বল দেওয়া হয়নি এখনো। এ সঙবাদ লেখা পর্যন্ত ৬৭ ওভারে ৮ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহে ১৯৩ রান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৬০ (৭৮.৫ ওভার)
(তামিম ইকবাল ৭১, সৌম্য সরকার ৮, ইমরুল কায়েস ০, সাব্বির রহমান ০, সাকিব আল হাসান ৮৪, মুশফিকুর রহিম ১৮, নাসির হোসেন ২৩, মেহেদী হাসান মিরাজ ১৮, তাইজুল ইসলাম ৪, শফিউল ইসলাম ১৩, মোস্তাফিজুর রহমান ০*; জস হ্যাজলেউড ০/৩৯, প্যাট কামিন্স ৩/৬৩, নাথান লায়ন ৩/৭৯, অ্যাশটন আগার ৩/৪৬, গ্লেন ম্যাক্সওয়েল ১/১৫)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৯৩/৮ (৬৭ ওভার)
(ডেভিড ওয়ার্নার ৮, ম্যাট রেনশ ৪৫, উসমান খাজা ১, নাথান লায়ন ০, স্টিভেন স্মিথ ৮, পিটার হ্যান্ডসকম্ব ৩৩, গ্লেন ম্যাক্সওয়েল ২৩, ম্যাথু ওয়েড ৫, অ্যাশটন আগার ২২*, প্যাট কামিন্স ২৫*; শফিউল ইসলাম ০/২১, মেহেদী হাসান মিরাজ ৩/২২, সাকিব আল হাসান ৩/৫৪, তাইজুল ইসলাম ১/৩২, মোস্তাফিজুর রহমান ০/১৩, নাসির হোসেন ০/৩)।
আজকের বাজার: আরআর/ ২৮ আগস্ট ২০১৭