চট্টগ্রাম ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে মীরসরাইয়ের কলেজ বাজার সড়কে কাঁচাবাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনে ওষুধ, কনফেকশনারি, মুদি, কীটনাশক, জুতা ও লন্ড্রি দোকানের মালামাল পুড়ে যায়।
পরে খবর পেয়ে মীরসরাই, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে শুক্রবার ভোর ৪টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, ১৩ টি দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।