চলতি বছরের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি বাড়িতে আগুন লাগে। আগুনে বাড়ির সামনের জানালা পুরোপুরি ধসে যায়। আগুন নেভানোর সময় দমকল বাহিনীর কর্মীদের বাড়ির ছাদ ও দেয়াল ভেঙে ভেতরে ঢুকতে হয়েছিল বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
তবে সম্প্রতি এই বাড়ির খবর আবারো উঠে এসেছে শিরোনামে। কেননা ধবংস্তুপে পরিণত হওয়া সেই বাড়ি বিক্রি হতে চলেছে। এর জন্য মালিক দাম হাঁকিয়েছেন ৪ লাখ মার্কিন ডলার ( বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি)।
১৮৫৭ স্কয়ার ফুটের ওই বাড়িতে রয়েছে তিনটি বেডরুম। পুড়ে যাওয়া বাড়িটি অবশ্য বসবাসের উপযোগী নেই। ক্রেতাকে বাড়িটি পুরোপুরি মেরামত করে তারপর ব্যবহার করতে হবে বলে বিক্রেতারা জানিয়েছেন।
ওই পোড়া বাড়ির দামই এতো বেশি হওয়ায় আবাসন খাতে ঊর্ধ্বমূল্যের বিষয়টিই সামনে আসছে বলে বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
তাই বাড়িটি বসবাসের উপযোগী করে তুলতে ক্রেতাকে যে যথেষ্ট মেহনত করতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আগুনে পোড়া ওই বাড়ির এমন আগুন গরম দাম শুনে ক্রেতারা পিছু হটে কী না সেটাই এখন দেখার বিষয়। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান