পুরাতন জাহাজ কাটার সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন পুড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার শীতলপুর উপকূলে সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে সোমবার এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে দুই শ্রমিকের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত শ্রমিকরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার মো. আইনালের ছেলে মো. জলিল (২৬) ও কুড়িগ্রামের মৃত শশী চন্দ্রের ছেলে বিপুল চন্দ্র (২৪)।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী জানান, পুরনো জাহাজের ইঞ্জিন কক্ষে কাজ করার সময় লোহা কাটার গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাতে তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনায় ইমরান নামে আরেক শ্রমিক পায়ে আঘাত পেয়েছেন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।