ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মমিতা বেওয়া (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার রাতে ওই উপজেলার ভোমরাদহ সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, শীত থকে রক্ষা পেতে ওই বৃদ্ধা বিছানার পাশে আগুন জ্বালিয়েছিলেন। এক পর্যায়ে বিছানার মশারিতে আগুন ধরে যায়। সেই আগুন বৃদ্ধার শরীরের কাপড়ে ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। উপজেলা পরিষদের পক্ষ থেকে তার সৎকারের জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।