আগুন পোহাতে গিয়ে দগ্ধ এক বৃদ্ধার যশোরে মৃত্যু হয়েছে।
নিহত শুকুরোন নেছা (৬০) শহরের রায়পাড়া তুলোতলা এলাকার মৃত সামছুদ্দিনের স্ত্রী।
রবিবার ভোরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়রা জানায়, গত ৩০ ডিসেম্বর কুড়ানো কাগজে আগুন ধরিয়ে শুকুরোন নেছা শীত নিবারণ করছিলেন। এ সময় পরনের কাপড়ে আগুন ধরে গেলে সর্বাঙ্গ ঝলসে যায় তার। পরে স্থানীয় লোকজন শুকুরোন নেছাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। ছয় দিন মৃত্যুর সাথে লড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।