শীতে আগুন পোহাতে গিয়ে রংপুর মেডিকেল হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তারা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা রায়ব আলীর মেয়ে সাদিয়া (৩.৫) এবং গাইবান্ধার সাদুল্ল্যাপুরের সিদ্দিকুর রহমানের শারীরিক প্রতিবন্ধী ছেলে আলম মিয়া (৩৫)।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. এমএ হামিদ পলাশ জানান, প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয় শিশু সাদিয়া। গত ১৮ ডিসেম্বর থেকে সে রমেকে চিকিৎসাধীন ছিল। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সে মারা যায়। অন্যদিকে গুরুতর অগ্নিদগ্ধ আলম মিয়া গত ২০ তারিখ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ ভোরে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, তীব্র শীতে উষ্ণতা পাওয়ার জন্য আগুন পোহাতে গিয়ে দগ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ১১ দিনে মোট ২৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও এখনো রমেকে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আজকের বাজার/এমএইচ