নারায়ণগঞ্জের ফতুল্লায় হকবাজার এলাকার একটি বাসায় আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার, ১৯ ডিসেম্বর ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দগ্ধরা হলেন, শ্রীনাথ চন্দ্র বর্মন (৩৬), মা ছায়া রানী (৬০), স্ত্রী অর্চনা রানী (৩০), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিদ চন্দ্র বর্মন(৯), বোন সুনিত্রা রানী (২৭), ভাতিজা প্রমিদ চন্দ্র বর্মন (১৪), শাওন চন্দ্র বর্মন (১০), বোন জামাই নারায়ন চন্দ্র বর্মন (৪০)।
দগ্ধ বর্মণ জানান, ভোর সাড়ে ৫টার দিকে মোবাইল ফোনের রিংটোনের শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। পরে উঠে বাতির সুইচ দিতেই রুমের মধ্যে আগুন লেগে যায়। এতে ঘুমন্ত বাকীরাও আগুনে দগ্ধ হন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, অগ্নিদগ্ধের ঘটনায় শিশু নারী সহ ৯জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে চার-পাঁচ জনের অবস্থা গুরুতর।
আজকের বাজার/এমএইচ