আগের পাঁচজনকেই আবারও উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পাঁচ উপদেষ্টা হলেন- এইচ টি ইমাম (রাজনৈতিক উপদেষ্টা), মসিউর রহমান (অর্থনৈতিক উপদেষ্টা), গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা), তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা) ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা উপদেষ্টা)।
প্রজ্ঞাপনে বলা হয়, তারা উপদেষ্টা পদে থাকাকালীন মন্ত্রীর পদমর্যাদা ও বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ