জাগ্রত আগ্নেয়গিরিতে পর্যটনের অনুমতি দেওয়া নিয়ে এখন সারা বিশ্বে কঠিন সমালোচনার মুখে পড়েছে নিউজিল্যান্ড সরকার। হোয়াইট আইল্যান্ডের ওই জাগ্রত আগ্নেয়গিরি সেদেশের একটি অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
অগ্ন্যুৎপাতের কয়েক মুহূর্ত আগের ভাইরাল হওয়া একটি ছবিতেও দেখা যাচ্ছে, আগ্নেয়গিরির গহ্বরের সামনে দাঁড়িয়ে আছেন একদল পর্যটক। অথচ তখন সেখান দিয়ে নাগাড়ে নির্গত হচ্ছিল ঘন সাদা ধোঁয়া।
সোমবারের অগ্ন্যুৎপাতের সময় ওই দ্বীপে ছিলেন ৪৭ জন পর্যটক। তাঁদের মধ্যে ১৩ মৃত্যুর খবর মিলেছে। এখনও নিখোঁজ আটজন। তাঁদের সন্ধান চললেও সবার মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক অনুমন নিউজিল্যান্ড পুলিসের।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্রথমে সাংবাদিক সম্মেলনে নিউজিল্যান্ড পুলিসের ডেপুটি কমিশনার জন টিমস ঘোষণা করেন অগ্ন্যুৎপাতে মৃত্যুর কারণ নিয়ে ফৌজদারি তদন্ত করবে পুলিস। তার ঠিক দুঘণ্টা পর পুলিস দপ্তর থেকে বিবৃতি দিয়ে বলা হয় করোনারের নির্দেশে অগ্ন্যুৎপাতের ফলে পর্যটকদের মৃত্যু এবং জখম হওয়া নিয়ে তদন্ত হলেও এখনই ফৌজদারি তদন্ত হবে না।
আজকের বাজার/লুৎফর রহমান