আগ্নেয়গিরির ছাইমেঘে ঢাকা পড়েছে হাওয়াইয়ের মার্শাল দ্বীপ

যুক্তরাষ্ট্রের হওয়াইয়ের মার্শাল দ্বীপ আগ্নেয়গিরির ছাইমেঘে ঢাকা পড়েছে। ছাইমেঘগুলো পশ্চিম দিকে যেতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।খবর: এএফপি’র।

গুয়ামে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, এই ছাইমেঘ মাইক্রোসেশিয়া জুড়ে ছড়িয়ে পড়তে পারে।
হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে টানা চতুর্থ সপ্তাহের মতো আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে।

আবহাওয়াবিদরা মার্শাল দ্বীপের বাসিন্দাদের শ্বাসকষ্টজনিত রোগিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।
অল্প দৃশ্যমানতার ব্যাপারে বিমান ও জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে।

আরজেড/