আগ্নেয়াস্ত্র নিয়ে নতুন আদেশে ট্রাম্পের সই

ছবি : ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে ‘বাম্প স্টক ডিভাইস’ বা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করতে একটি আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আদেশে সই করার সময় এক বিবৃতিতে তিনি বলেন, শিগগিরিই বৈধ অস্ত্র রাখার বিষয়ে নতুন ঘোষণা দেয়া হবে।

গত বছর লাস ভেগাস কনসার্টে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ৫৮ জনকে মেরে ফেলে হামলাকারী। এরপরই বাস্প স্টক ডিভাইস নিষিদ্ধের দাবি ওঠে।

গত সপ্তাহে ফ্লোরিডার একটি হাইস্কুলে হামলা চালিয়ে ১৭ জনকে মেরে ফেলে স্কুলটির এক বহিষ্কৃত শিক্ষার্থী। এ ঘটনার পর থেকেই অস্ত্র আইন সংশোধন নিয়ে নতুন করে ভাবছে ট্রাম্প প্রশাসন।

আরএম/