সেলফি ক্যামেরা অন করে অতি সহজে টাইপ করতে পারবেন মেসেজ। এমনই অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে স্যামসাং। সি-ল্যাব ইনসাইড শো’তে স্যামসাং তাদের এই প্রোজেক্ট প্রকাশ্যে নিয়ে এসেছে। যেখানে কাজ করবে মূলত আর্টিফিসিয়াল ইঞ্জিন।
স্যামসাং এর সি-ল্যাব এমন একটা ভাবনা যেখানে কর্মীরা কোম্পানির প্রোজেক্ট করতে স্বচ্ছন্দ বোধ করেন। সম্প্রতি সেলফি-টাইপকে সামনে নিয়ে এসেছে স্যামসাং। ইউজাররা ফোনের সেলফি ক্যামেরা অন করেই যাবতীয় টাইপ করতে পারবে, তারজন্য প্রয়োজন হবে না কী-বোর্ডের।
স্মার্টফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রাহকের আঙুলের নড়াচড়া বুঝে নেবে, সেই অনুযায়ী টাইপ হয়ে যাবে। এই পদ্ধতিতে QWERTY কিবোর্ডের লে আউটই কাজ করবে। কিন্তু পৃথকভাবে কোনো হার্ডওয়ার অর্থাৎ আলাদা কোনো ডিভাইসের প্রয়োজন হবে না।
আজকের বাজার/লুৎফর রহমান