আঙুলের ছাপ না মেলায় শনিবার জাতীয় পরিচয়পত্র(এনআইডি)নম্বর ব্যবহার করে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কে এম নূরুল হুদা। সিইসি বেলা সোয়া ১১টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন উত্তরার আইইএস মডেল স্কুল কেন্দ্রে ভোট দেন। ভোট দিতে কেন্দ্রের যাওয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার তার ভোট দেয়ার জন্য আঙুলের ছাপ দিলে তা সার্ভারে থাকা তথ্যের সাথে মেলেনি। কয়েকবার চেষ্টা করেও তার আঙুলের ছাপ মেলানো যায়নি।
পরে, কেন্দ্রে থাকা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা সিইসির জাতীয় পরিচয়পত্রের নম্বর ইভিএম মেশিনে নিবন্ধভুক্ত করে তার ভোটগ্রহণ করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে সিইসির ব্যক্তিগত সচিব একেএম মাজহারুল ইসলাম ইউএনবিকে বলেন,‘স্যার(ইসি)প্রথমে ফিঙ্গারপ্রিন্টে তার আঙুলের ছাপ দিয়ে দুবার তা মেলানোর চেষ্টা করেন। এটি না মেলায় পরে সময় নষ্ট না করে তিনি এনআইডি কার্ড ব্যবহার করে নিজের ভোট দিয়েছেন।’ তিনি আরও বলেন, কয়েকবার চেষ্টা করলে সিইসির ফিঙ্গারপ্রিন্টটি মিলে যেত, তবে তিনি সময় বাঁচানোর জন্য এনআইডি কার্ড ব্যবহার করেন।
এদিকে ঢাকা সিটি নির্বাচনের ভোটের দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কে এম নূরুল হুদা। বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়ার ব্যাপারে বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার ঘটনা ঘটলে তারা তো প্রথমে প্রিসাইডিং অফিসার, ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এসে অভিযোগ করবে এবং এ ব্যাপারে তাদের কাছে সাহায্য চাইবে।’
নির্বাচনের সার্বিক পরিস্থিতির ব্যাপারে সিইসি বলেন, এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম। তিনি বলেন,‘আমি অন্য আরেকটি কেন্দ্রও পরিদর্শন করেছি সেখানেও ভোটারের উপস্থিতি কম ছিল। ইভিএম নির্বাচনে জনগণ ইতিবাচক সাড়া ফেলেছে। ভোট দিতে গিয়ে যারা সমস্যায় পড়েছেন তাদেরকে কেন্দ্রেই ইভিএমে ভোট দেয়ার বিষয়ে দেখিয়ে দেয়া হয়েছে।’
কয়েকটি কেন্দ্রে মারামারি ও গোলাগুলির ঘটনার বিষয়ে সিইসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ আছে, তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়। ‘বিভিন্ন কেন্দ্রে হামলার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমি এটা আপনাদের কাছ থেকেই শুনেছি। শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সকল পদক্ষেপ নিয়েছি,’যোগ করেন তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান